যাত্রাবাড়ীতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের সাবেক এক ছাত্র মিনহাজুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কলেজটির শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রায় শতাধিক শিক্ষার্থী যাত্রাবাড়ীর শনির আখড়ায় সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এর আগে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ওই কলেজের সামনে মিনহাজুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার হত্যার ঘটনায় প্রথমে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন দনিয়া কলেজ শিক্ষার্থীরা। একপর্যায়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা সড়কে অবরোধ করেন। এতে শনির আখড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

জানা গেছে, মিনহাজুল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সোনারাপুরের রফিকুল ইসলামের ছেলে। পরিবারের সাথে থাকতেন কদমতলীর সাদ্দাম মার্কেটের তুষারধারা এলাকায়। একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। তার বাবা মহানগর দক্ষিণ ওলামা দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top