বরিশালের কাছে হেরে ভাঙার পথে খুলনার প্লে-অফের স্বপ্ন

ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছে খুলনা টাইগার্স। ডেভিড মালানের বিধ্বংসী ৬৩ রানের ইনিংস ও ফাহিম আশরাফের ঝড়ো ফিনিশিংয়ে ৫ বল হাতে রেখেই ১৮৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। এই জয়ের ফলে খুলনা টাইগার্সের প্লে-অফের স্বপ্ন আরও কঠিন হয়ে গেল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের ব্যাটাররা দারুণ শুরু করেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। এরপর মোহাম্মদ নাঈমের ৫১ রানের বিধ্বংসী ইনিংস ও আফিফ হোসেনের ৩২ রানের গুরুত্বপূর্ণ অবদান দলকে ২০ ওভারে ১৮৭/৫ স্কোরে পৌঁছে দেয়। উইলিয়াম বোসিস্তো (২০*) ও মাহিদুল ইসলাম অংকন (২৭*) শেষ দিকে কার্যকরী ভূমিকা রাখেন। বরিশালের পক্ষে ফাহিম আশরাফ ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন, তবে তিনি ৪ ওভারে ৪৯ রান খরচ করেন।

১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তাওহীদ হৃদয়ের (১১) উইকেট হারালেও বরিশাল ঘুরে দাঁড়ায় তামিম ইকবাল ও ডেভিড মালানের দারুণ জুটিতে। ৩৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করে মালান খুলনার বোলারদের ওপর তাণ্ডব চালান। তবে ১২.৩ ওভারে মোহাম্মদ নাঈমের দুর্দান্ত ক্যাচে আফিফ হোসেনের শিকার হয়ে বিদায় নেন মালান। শেষ দিকে ১৩ বলে ২৪ রান করা মাহমুদউল্লাহর কার্যকরী ইনিংস এবং ফাহিম আশরাফের মাত্র ৬ বলে ১৮ রানের ক্যামিও বরিশালকে জয় এনে দেয়।

খুলনার পেসাররা শেষ মুহূর্তে চাপে ভেঙে পড়েন। আবু হায়দার ২ উইকেট পেলেও ১৩.১২ ইকোনমিতে ৩৫ রান দেন। এছাড়া হাসান মাহমুদ, নাসুম আহমেদ সবাই ব্যর্থ হন গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু দিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top