এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
আজ ২৪ জানুয়ারি শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার-বংশাল জোনের উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি),সোশ্যাল গার্ডেন হল কাকরাইলে পরিকল্পনা ওরিয়েন্টেশন কার্যক্রমে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল। মানবিক, দুর্নীতি, দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার-বংশাল জোন পরিচালক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন।
বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এস.এম. আহসান উল্লাহ, উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও বংশাল দক্ষিণ থানা আমির মাহবুবুল আলম ভুঁইয়া, কোতয়ালী থানা আমির মাওলানা মতিউর রহমান, চকবাজার দক্ষিণ থানা আমির মাওলানা আনিসুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলান বিলাল হুসাইন, আবুল হোসেন রাজন, মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন থানা সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।