বিভেদ সৃষ্টি করলে দেশ গণতন্ত্রের চেহারা দেখবে না: মির্জা আব্বাস

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

৫ আগস্টের পর বিভেদ সৃষ্টি করলে দেশ গণতন্ত্রের চেহারা কোনোদিন দেখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ ২৪ জানুয়ারি শুক্রবার আরাফাত রহমান কোকোর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি। কিন্তু উল্টাপাল্টা কথা বলে দেশকে বিভক্ত করার চেষ্টা করবেন না।

মির্জা আব্বাস বলেন, ১/১১ এর ভয়াবহ পরিণতি বিএনপি’র চেয়ে বেশি কেউ ভোগ করেনি। খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল সেইসময়। নতুন দল গঠনে বিএনপি জেলাস করছে যারা বলে তারা জাতির শত্রু।

ভারতের দালাল, কিংবা আওয়ামী লীগের দোসর এমন সিল মারার কথা চিন্তা করবেন না। দেশের অতন্দ্র প্রহরী বিএনপি।
বিএনপিকে ভিন্নশিবিরে ঠেলে দেয়ার চেষ্টা করছেন যারা, তাদের পরিণতি ভালো হবেনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top