বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন করে সকল অন্যায়-অত্যাচারের প্রতিশোধ নিতে হবে। খুলনা বিভাগের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আওয়ামী সরকারের সময় নির্যাতিত সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকতে হবে; আর বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র দায়িত্ব বেশি। মুক্তিযুদ্ধের সময় একদল বর্ডার পার হয়ে গিয়েছিলো আরেক দল সরাসরি বিরোধীতা করেছে মন্তব্য করে তিনি বলেন, দেশের সব সংকটে বিএনপি মানুষের পাশে ছিল।