এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপির দেয়া ৩১ দফা বাস্তবায়ন করে সকল জুলুম-অত্যাচারের প্রতিশোধ নিতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় নির্যাতিত হয়েছে তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এতে বড় দল হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির।
বুধবার (২৯ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় একদল বর্ডার পার হয়ে গিয়েছিল, আরেক দল সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। কিন্তু দেশের সকল সংকটে বিএনপি মানুষের পাশে দাড়িয়েছে। মানুষও বিএনপির উপর আস্থা রেখেছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৩১ দফা শুধু বিএনপির নয়, এটা সব দলের।