ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড পেল দুই ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠান

admin

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে বিশেষ অবদান রাখায়, দুই ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‌পুরস্কৃত করেছে ব্র্যাক ব্যাংক এবং দ্য ডেইলি স্টার।

রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন, পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন।

আয়োজন সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং লা মেরিডিয়ান কর্তৃপক্ষ।

এ নিয়ে নবমবারের মতো আইসিটি অ্যাওয়ার্ড দেয়া হলো। এবারের আয়োজনে আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন, দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান শপআপের প্রতিষ্ঠাতা আফিফ জামান। এছাড়া আইসিটি ওমেন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন, শেয়ারট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক।

মাহফুজ আনাম বলেন ‘আইসিটিকে ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হলেও বাংলাদেশে এটিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আইসিটি খাত বিকশিত হওয়ার জন্য আমরা যথেষ্ট সমর্থন, যথেষ্ট গুরুত্ব, যথেষ্ট আইনি সহায়ক পরিবেশ, যথেষ্ট আর্থিক প্রণোদনা দিইনি।’

তিনি আরও বলেন, ‘আইসিটির ব্যবহার আমাদের স্বাস্থ্য খাতকে অনেক উচ্চ মানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। একইভাবে শিক্ষা খাতে, আমরা যত চেষ্টাই করি না কেন, যত টাকাই খরচ করি না কেন, প্রযুক্তি ছাড়া আমরা আমাদের শিক্ষাকে বিশ্বের শিক্ষার বিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পারবো না।’

Leave a Comment