এআই এর বিকাশ ও আমাদের অনিরাপদ ব্যবহার

admin

এ আই কে মানুষ সম্ভবত সবচেয়ে বেশি নিরাপত্তাহীন ভাবে ব্যবহার করছে ব্যবহারকারী হিসেবে। অথচ এর ফলাফল সম্পর্কে তারা বেকারার!

এআই এর কাজকারবার মূলত ডাটাসেট নিয়ে। তথ্যের অপরিমেয় ভান্ডার থেকে সে প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করছে।

GPT 3.5 ব্যবহারকারীর প্রশ্নের সাপেক্ষে করা রেসপন্স গুলো নিজের পছন্দমতো ব্যবহার করে ডাটাসেট বানাতে পারতো না। তবে 4.o তে এসে সে ব্যবহারকারীর প্রদত্ত সকল ডাটা নিয়ে নাড়াচাড়া করার সুযোগ পাচ্ছে। আর এসব ব্যবহার করে প্রতিনিয়ত আপগ্রেড করে যাচ্ছে নিজেকে।

এআই কে সাধারণ চ্যাটের মতো ব্যবহার করে অনেকে, সেসব আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আপাতত মানসিক তৃপ্তি খুঁজে পাওয়া মানুষের সংখ্যা টা কিন্তু নিতান্তই কম নয়। সমাজের অনেক বড় একটি অংশ এখন এই ফ্যান্টাসিতে লিপ্ত।

অথচ তারা জানে না যে তাদের দেয়া এসব তথ্যের উপর ভিত্তি করে এআই তার সম্পর্কে একটি দৃষ্টিভঙ্গি পেয়ে যাচ্ছে। বা এটা প্রকারান্তরে পাবলিক ডাটা হয়ে যাচ্ছে সেটাও বলা যেতে পারে। একজনের স্বভাব, জীবনাচরণ, ব্যক্তিগত বিষয়াদি সব উন্মুক্ত হওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে ব্যবহারকারীর স্বেচ্ছায়! এরচেয়ে অবাক করা বিষয় আর কি ই বা হতে পারে।

এটা শুধু তথ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও হতো। এখন সেটা ব্যক্তিগত ছবিও স্বেচ্ছায় এআই এর ভান্ডারে জমা দিয়ে মনমতো আউটপুট পাওয়ার চল শুরু হয়েছে।

এটা সবচেয়ে ভয়ংকর দিক হিসেবে উত্থান হচ্ছে। আমরা মাঝেমধ্যেই ডিপফেকের ভয়াবহতা দেখে থাকি। মানুষের সুন্দর জীবনকে বিষাদের ছায়ায় আচ্ছন্ন করতে কিংবা অহেতুক বিড়ম্বনা তৈরি করতে ডিপফেকের জুড়ি নেই।

এক্ষেত্রে আমরা কাজটা সহজ করে দিচ্ছি। নিজেই এআই কে ছবি দিচ্ছি। এরপর এআই সেটা ব্যবহার করে আমাকে আউটপুট দিচ্ছে। আমি খুশি। কিন্তু আমার ছবি তো তার কাছে রয়ে যাচ্ছে। ধরুন তাদের ডাটা কখনো ব্রিচ হলো। ব্যাপারটা কত ভয়ংকর হতে পারে ভেবে দেখুন। আপনার টেক্সট ডাটা + ভিজুয়াল ডাটা ২টাই ব্রিচ! এবার ২ টা দিয়ে আপনার কল্পনাতীত কিছু করা সম্ভব।

সাম্প্রতিক সময়ে এআই এর অসতর্ক ব্যবহার দেখে এটি নিয়ে লেখা আরকি। এরকম অসচেতন ভাবে ব্যবহার করতে থাকলে এআই একদিন আমাদের চালিকাশক্তি হিসেবে আবর্তিত হবে। সেটা নিশ্চয়ই সুখকর কোনো অভিজ্ঞতা হবে না।

এআই কে বাদ দেয়া সম্ভব না বা উচিত ও হবে না। তবে জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু এক্সেস তাকে দেয়া উচিত। অনধিকার প্রবেশ কখনোই ভালো ফল বয়ে আনে না।

Leave a Comment