শহীদ মিনার অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রায় পুলিশি বাধা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে বামপন্থী ৮টি সংগঠন। এ সংগঠনগুলোকে রাজপথ থেকে প্রতিহতের ঘোষণা দিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর ও টিএসসির মধ্যবর্তী স্থানে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে ‘বিচার বিচার বিচার চাই, শাপলার বিচার চাই’; ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’; শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা’; ‘ল তে লাকী আক্তার তুই হাসিনা তুই হাসিনা’ শাহবাগীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও.. ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর উসমান হাদী বলেন, আমরা জানতে চাই, আমাদের কেন আটকানো হলো? শহীদ মিনারে যদি শাহবাগের কসাই লাকী আক্তার তার সাঙ্গপাঙ্গদের নিয়ে থাকে, তাহলে আমাদেরও আটকে রাখা যাবে না। আমরা যাবোই সেখানে। আমরা তাদের ৫ মিনিট সময় দিচ্ছি। এর মধ্য যদি তারা সেখান থেকে লেজ গুটিয়ে পালায় আমরাও ঘরে ফিরে যাব।

তিনি আরও বলেন, শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে। তারা এ দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শত্রু। দেশের সার্বভৌমত্বের স্বার্থে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top