নতুন কর্মসূচি দিল ইনকিলাব মঞ্চ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শহীদ মিনার অভিমুখী পদযাত্রা স্থগিত করে নতুন কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদী সমাবেশ’ করা হবে।

আজ শনিবার রাজধানীর শাহবাগ থেকে এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির মুখপাত্র শরীফ উসমান হাদী।

কর্মসূচি ঘোষণা করে শরীফ উসমান হাদী বলেন, আগামী ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় আওয়ামী লীগের নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগে ‘শহীদী সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করলাম। এদিন জুলাই শহীদের বাবা মায়েরা, শাপলার শহীদের বাবা-মায়েরা, পিলখানায় শহীদের সন্তানেরা উপস্থিত থাকবেন। তবে এর আগে যদি লাকী আক্তার গং আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব।

তিনি বলেন, শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। আমরা জানতে পেরেছি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করছে। জাতিসংঘের মহাসচিবের সামনে দেশকে অস্থিতিশীল হিসেবে দেখাতে এই প্রচেষ্টা করছে শাহবাগীরা। আজকে যদি আমরা শাহবাগে অবস্থান না করতাম তারা আবার শাহবাগ দখল করে আরেকটা শাহবাগ করত।’

তিনি আরও বলেন, শাহবাগীরা আজকে শহীদ মিনারে ১০ মিনিট দাঁড়িয়েই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। সেজন্য আমরা আজকে আর শহীদ মিনারে যাইনি। এরপর তারা যেখানেই দাঁড়াবে, আমরা সেখানেই তাদের প্রতিহত করতে যাব। এ দেশে আর কোনো শাহবাগ কায়েম করতে দেব না আমরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top