বেপজায় সিঙ্গাপুর-ভারত মালিকানাধীন কোম্পানির ৯২.৪০ লাখ ডলার বিনিয়োগ

বেপজার অর্থনৈতিক অঞ্চলে সিগারেট উৎপাদন কারখানা স্থাপন করবে সিঙ্গাপুর-ভারত মালিকানাধীন অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেড। শতভাগ রপ্তানিমুখী সিগারেট উৎপাদন কারখানায় প্রতিষ্ঠানটি ৯২ লাখ ৪০ হাজার ডলার বিনিয়োগ করবে। কারখানাটিতে বছরে ৯০০ কোটি সিগারেট উৎপাদন হবে এবং ১২৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কারখানা স্থাপনের লক্ষ্যে অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সংস্থাটির ঢাকা কার্যালয়ে এই চুক্তি সই হয়। বেপজার সদস্য মো. ইমতিয়াজ হোসেন এবং অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টে ইয়ং শেং এডউইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সই শেষে বেপজা নির্বাহী চেয়ারম্যান অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এসময় বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ এবং এলিড টোব্যাকো কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top