পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের ভিডিও প্রকাশ

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা ও হাইজ্যাকের একটি ভিডিও প্রকাশ করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। কীভাবে রেললাইনে বোমা হামলা করা হয় এবং ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের জিম্মি করা হয় তা ওই ভিডিওতে ধরা পড়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় সময় বিকেলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের বোলান এলাকায় পৌঁছলে সেটির গতিরোধ করে অস্ত্রধারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি এখনো হামলাকারীদের নিয়ন্ত্রণে রয়েছে। এটি দখলমুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, ট্রেন থামানোর জন্য হামলাকারীরা রেললাইনে বিস্ফোরণ ঘটায় এবং চালকের কক্ষে গুলি চালায়, এতে ট্রেনের চালক আহত হন। এরপর হামলাকারীরা ট্রেনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ও যাত্রীদের জিম্মি করে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রেনটিতে ৯টি বগিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। তবে হামলাকারীদের সংখ্যা কতজন তা নিশ্চিত করা যায়নি। সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে ১৫৫ যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং ২৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া আহত ১৭ যাত্রীকে জরুরি চিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো সুনির্দিষ্ট নয়।

দেশটির নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। ট্রেন অপহরণের কয়েক ঘণ্টা পর তারা এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, পাহাড়ি ও নির্জন একটি অঞ্চল। ট্রেনটি একটি টানেল থেকে মাত্র বের হয়েছে। ঠিক সেই সময় রেললাইনে বিস্ফোরণ ঘটানো হয়। তখন ট্রেনটি থেমে যায়। ওই সময় কালো ধোঁয়া দেখা যায়।

অস্ত্রধারী ব্যক্তিরা আগেই পাহাড়ের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রেখেছিল। বিস্ফোরণের পরেই তারা নিচে নেমে আসে এবং গুলি করতে করতে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। ভিডিওর পরের অংশে দেখা যায়, যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে রেখেছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top