ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে ইরান | কালবেলা

যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার একের পর এক বাড়িয়ে চলছে ইরান। এরই ধারাবাহিকতায় এবার ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে দেশটি। তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে ইরান।

মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানি আর্মি এভিয়েশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাইলট সাইয়্যেদ ঘাসেম খামোশি বলেন, দেশের আর্মি এভিয়েশন তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে যন্ত্রাংশ উৎপাদন ইরানের আর্মি এভিয়েশনের অন্যতম সাফল্য বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দেশটির আর্মি এভিয়েশন আগামী ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম মাসে (২০২৫ সালের ২১ মার্চ থেকে শুরু) এক হাজারের বেশি অত্যাধুনিক যন্ত্রাংশের উৎপাদন উন্মোচন করবে।

ইরান আর্মি এভিয়েশন তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করেছে বলে জোর দিয়ে তিনি উল্লেখ করেন, খুব নিকট ভবিষ্যতে এই অর্জনও উন্মোচন করা হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top