প্রথম দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো হ্যান্সি ফ্লিকের দল। মঙ্গলবার (১১ মার্চ) শেষ ষোলর দ্বিতীয় লেগে স্প্যানিশ জায়ান্টরা ৩-১ গোলে হারিয়েছে বেনফিকাকে। আর তাতেই শেষ আটের টিকিট নিশ্চিত করে বার্সেলোনা।
বেনফিকার মাঠ থেকে প্রথম লেগে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা। মঙ্গলবার দ্বিতীয় লেগে তাই নিজেদের মাঠে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামে কাতালানরা।
এদিন ম্যাচ শুরুর ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। লামিন ইয়ামালের অ্যাসিস্ট থেকে গোল করেন রাফিনহা। তবে ২ মিনিট পরই গোল করে বেনফিকাকে সমতায় ফেরান ওতামেন্দি। কিন্তু ২৭ মিনিটে রাফিনহার সহায়তায় দুর্দান্ত গোল করেন স্প্যানিশ তরুণ ইয়ামাল নিজেই।
পরে ৪২ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। ফলে বড় জয়ের স্বপ্ন দেখে কাতালান সমর্থকরা।
কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে সবার আগে ইউরোপ সেরার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বার্সেলোনা।