পটুয়াখালীতে ডাকাতির চেষ্টাকালে দুই যুবক আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের সরদার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের একটি ডাকাত দল সরদার বাড়িতে প্রবেশ করে। বাড়িটিতে সাত-আটটি বসতঘর থাকায় তারা বিভিন্ন ঘরে ঢোকার চেষ্টা করে। একপর্যায়ে মাকসুদ ও মনির নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে।

এ সময় পাশের ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে ওই ঘর থেকে তাদের আটক করে, তবে বাকিরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি-ডাকাতির ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় ছিল। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top