ধর্ষণ মামলায় জামিন নেই, তদন্ত ১৫ দিনে

সম্প্রতি সারা দেশে ধর্ষণ ও সহিংসতা ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এদিকে মাগুরায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের জামিন না দিয়ে দ্রুততম সময়ে বিচারকাজ শেষ করার বিধান রেখে আইনের সংশোধন করা হচ্ছে।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্তদের জামিন দেওয়া যাবে না। এ ছাড়া ধর্ষণ মামলায় ৩০ দিনের পরিবর্তে এখন থেকে ১৫ দিনের মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েক দিনের মধ্যেই আইন সংশোধন করা হবে।

আসিফ নজরুল বলেন, ধর্ষণ মামলার বিচারকাজ আমরা দ্রুততম সময়ে শেষ করতে চাই। এ জন্য ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার কাজ শেষ করতে হবে। এ ক্ষেত্রে বিচারক মনে করলে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই বিচার করতে পারবেন এমন বিধানও রাখা হতে পারে বলে জানান তিনি।

এ সময় ব্রিফিংয়ে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে।

এ সময় শিশু ধর্ষণের বিচার কাজ নির্ধারিত সময়ের অর্ধেক সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top