বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বদলাবে কি না, জানালেন ভারতীয় সেনাপ্রধান

বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। শনিবার নয়া দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এ তথ্য জানান তিনি। খবর এনডিটিভির

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে তিনি বলেন, এখনই সিদ্ধান্ত নেওয়া খুব তাড়াতাড়ি হবে। তবে বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো রয়েছে। সেনা-সেনা সম্পর্ক খুবই শক্তিশালী এবং নিয়মিত তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা ভুল বোঝাবুঝি এড়াচ্ছি। তবে সরকার পরিবর্তন হলে এটি প্রভাবিত হতে পারে।

জেনারেল দ্বিবেদি আরও জানান, পাকিস্তান ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা একটি বাস্তবতা এবং ভারতকে দুই ফ্রন্টের হুমকির জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, পাকিস্তান ও চীন পরস্পরের মধ্যে উচ্চ স্তরের সহযোগিতা বজায় রেখেছে, যা আমাদের কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বহন করে।

এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে এবং তাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক থাকলে, আমার চিন্তা হওয়া উচিত। কারণ সন্ত্রাসবাদের বিষয়টি ওই দেশ থেকেও ঘটানো হতে পারে, যা আমাদের প্রধান উদ্বেগ।

তবে ভারতীয় এই সেনাপ্রধান সহাবস্থান, সহযোগিতা ও সমন্বয়ের’ আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধে জড়ানো (এই অঞ্চলের) দেশগুলোর জন্য ভালো নয়। তিনি বলেন, যুদ্ধ কি উভয় দেশের স্বার্থে ভালো? উত্তর হলো— না। তাই, আমরা যা দেখছি তা হলো— কীভাবে আমরা আজকের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখতে পারি এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা না করা পর্যন্ত তা কীভাবে পরিচালনা করতে পারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top