এবাদতের বলে ইনজুরিতে মিরাজ, মাঠ ছাড়লেন স্ট্রেচারে

খুলনার জন্য ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ইনজুরি যেন দলটির জন্য আরও দুঃস্বপ্ন হয়ে এলো। বরিশালের বিপক্ষে প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ইনিংসের শুরুতেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মিরাজ, কিন্তু এবাদত হোসেনের ডেলিভারিতে বোল্ড হওয়ার পর মাঠেই বসে পড়েন তিনি। চেষ্টার পরও উঠে দাঁড়াতে পারেননি খুলনা অধিনায়ক, শেষমেশ স্ট্রেচারে করেই তাকে মাঠ ছাড়তে হয়।

খুলনার প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ভীষণ গুরুত্বপূর্ণ। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে খুলনা রয়েছে পঞ্চম স্থানে, যেখানে বরিশাল ইতোমধ্যেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। আজকের ম্যাচে জিতলে খুলনা ১০ পয়েন্ট নিয়ে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর সঙ্গে প্লে-অফের লড়াইয়ে সমতা আনবে।

অন্যদিকে, ইনজুরি কাটিয়ে বিপিএলে ফিরে দুর্দান্ত শুরু করলেন এবাদত হোসেন। ২০২৩ সালে এসিএল ইনজুরির পর প্রথমবারের মতো মাঠে নামতেই তুলে নিলেন বিপজ্জনক মিরাজের উইকেট। এবাদতের প্রত্যাবর্তনের গল্প যখন নতুন আশা জাগাচ্ছে, তখন মিরাজের ইনজুরি খুলনার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

এখন প্রশ্ন উঠছে—মিরাজ ছাড়া খুলনা কি পারবে টিকে থাকার লড়াইয়ে? মাঠের বাইরে থেকে কীভাবে নেতৃত্ব দেবেন তিনি? ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়, খুলনার ভাগ্য নির্ধারণ হবে আজকের ২২ গজের লড়াইয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top