টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল উপহার পেলো ৮ শিশু-কিশোর

টানা ৪০ দিন একটানা ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পালন করায় রংপুরে ৮ শিশু-কিশোরকে সাইকেল উপহার দিয়েছে নর্দাণ লাইটস নামের একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার ( ৭ মার্চ) জুমার নামাজের পর নগরীর এরশাদনগর জামে মসজিদে শিশুদের কাছে সাইকেল তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ।

সংগঠন সূত্রে জানা যায়, মসজিদটিতে জামায়াতে নামাজ পড়া প্রতিযোগিতায় ৯৮ জন শিশু ও কিশোর অংশ নেয়। শেষ পর্যন্ত ৮ জন টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ ওই মসজিদে জামায়াতের সাথে আদায় করেন। ৮ জনের জন্য মোট ৬১ হাজার টাকা খরচে সাইকেলগুলো কেনা হয়।

সাইকেল উপহার পাওয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়াজিৎ হোসেন জানান, আমি আল্লাহর ওপর ভরসা করে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এবং ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আমাকে সাইকেল উপহার দেয়া হয়েছে আমি তাতে খুবই খুশি।

আয়োজক নর্দাণ লাইটস এর চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ জানান, জামায়াতে নামাজ উৎসাহিত করতে আমাদের এই উপহার কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে আমরা মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে মুসল্লীদের উৎসাহিত করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top