ছাদ থেকে লাফিয়ে পড়লেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, অতপর…

ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সরকারি বাসভবনের ছাদ থেকে লাফ দেন তিনি।

শুক্রবার (০৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলা হয়েছে, ছাদ থেকে লাফ দেওয়া ওই কর্মকর্তা দিল্লির চাণক্যপুরী এলাকায় বরাদ্দকৃত সরকারি বাসভবনে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ছাদ থেকে লাফ দেন।

পুলিশ জানিয়েছে, ছাদ থেকে লাফ দেওয়া ওই কর্মকর্তার নাম জিতেন্দ্র রাওয়াত। তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এমনকি তার চিকিৎসা চলছিল। মায়ের সঙ্গে তিনি ভবনের প্রথম তলায় থাকতেন। এ ঘটনার সময় তার মা বাড়িতে ছিলেন। তবে তার স্ত্রী ও দুই সন্তান অন্যত্র বসবাস করতেন। এ ঘটনায় বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে। এছাড়া গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার মারা গেছেন। তার পরিবারকে সম্ভাব্য সহায়তা করা হচ্ছে। এমনকি দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগের কথাও জানিয়েছে মন্ত্রণালয়।

এতে আরও কলা হয়, শোক ও কঠিন সময়ে মন্ত্রণালয় তার পরিবারের পাশে রয়েছে। তবে গোপনীয়তার বিষয়টি সামনে রেখে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top