ইয়েমেন উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৮০ অভিবাসনপ্রত্যাশী

ইয়েমেন উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৮০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (০৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, ইয়েমেন ও জিবুতির মধ্যে অভিবাসীবাহী চারটি নৌকাডুবি ঘটেছে। এ ঘটনায় ১৮০ জনের বেশি অভিবাসী নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের এ সংস্থাটি নৌকায় থাকা অভিবাসীদের পরিচয় জানায়নি। তবে ইথিওপিয়ার নাগরিকেরা প্রায়ই উপসাগরীয় দেশগুলোতে কাজের খোঁজে বা সংঘাত থেকে বাঁচতে এ পথ ব্যবহার করেন।

আইওএম জানিয়েছে, গত রাতে জিবুতি এবং ইয়েমেন উপকূলে চারটি নৌকা ডুবির ঘটনায় ১৮০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ রয়েছেন।

আইওএমের তথ্যানুসারে, এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসী রুটগুলোর মধ্যে একটি। ২০২৪ সালে ইয়েমেনে ৬০ হাজারের বেশি অভিবাসীর আগমনের বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইয়েমেনের উপকূলে নৌকা ডুবে ২০ ইথিওপিয়ার নাগরিক নিহত হন। এছাড়া ২০২৪ সালে এই পথে ৫৫৮ জনের মৃত্যু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top