উত্তর কোরিয়ায় যদি কোনো টেলিভিশন কেনেন, তাহলে সরকারি কর্মকর্তারা সঙ্গে সঙ্গেই আপনার বাসায় হানা দিবে। একটি বাদে টিভির বাকি সব অ্যান্টেনা খুলে নিয়ে যাবে তারা। যেন নিজ দেশের বাইরের অন্য কোনো চ্যানেল আপনি দেখতে না পারেন। সম্প্রতি ল্যাডবাইবেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্যই দিয়েছেন তিমোথি চো নামের একজন উত্তর কোরীয় নাগরিক। যিনি কঠোর বিধিনিষেধ থেকে বাঁচতে নিজ দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন যুক্তরাজ্যে।
সাক্ষাৎকারে তিনি বলেন, কিম প্রশাসন টিভির বাকি অ্যান্টেনাগুলো খুলে দেশি চ্যানেল দেখতে বাধ্য করে। আর দেশীয় চ্যানেলগুলোয় কী থাকে? শাসক কিম জং উনের পরিবার নিয়ে অনুষ্ঠান, ডকুমেন্টারি, গান। দিন-রাত ২৪ ঘণ্টা এগুলো চলতে থাকে। আপনি যদি টিভি দেখেন কী দেখবেন? শুধুই কিম পরিবারের প্রোপাগান্ডা।
শুধু টেলিভিশনই না, চুল কাটা নিয়েও উত্তর কোরিয়ায় রয়েছে কঠোর বিধি-নিষেধ। এ বিষয়ে তিমোথি-চো বলেন, স্কুলের শিক্ষার্থীদের এক, দুই অথবা তিনটি ভিন্ন স্টাইলে চুল কাটতে হবে। যদি নির্দিষ্ট সীমার বাইরে কারও চুল কয়েক সেন্টিমিটারও বড় থাকে তাহলে সে বিপদে পড়ে যাবে।
তিনি বলেন, যদি আপনি ভিন্ন কোনো স্টাইলে চুল কাটেন তাহলে আপনার পরিবার সমস্যায় পড়বে। তাদের পুলিশ স্টেশনে ডাকা হবে এবং সেখানে জবাব দিতে হবে।