মাত্র ৮ মাস আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ভারতের কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রী। কিন্তু বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হঠাৎই জাতীয় দলে ফিরলেন তিনি। ভারতীয় ফুটবল ফেডারেশনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তার প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে সদ্য ঘোষিত স্কোয়াডেও জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।
আন্তর্জাতিক ফুটবলে ১৯ বছরে ভারতের হয়ে ১৫০ ম্যাচ খেলে ৯৪ গোল করা ছেত্রী দলের সর্বোচ্চ গোলদাতা। তবে তার অবসরের পর থেকেই ভারতীয় দলের আক্রমণভাগ হয়ে পড়ে একদম ধারহীন। ছাংতে-মানবীরা একের পর এক ম্যাচ খেললেও গোলের দেখা মিলছিল না। এমন অবস্থায় ভারতীয় কোচ মানোলো মার্কেজ নিজেই উদ্যোগ নিয়ে ছেত্রীকে ফেরানোর জন্য অনুরোধ করেন।
জাতীয় দল থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবলে দাপট ধরে রেখেছিলেন ছেত্রী। বেঙ্গালুরু এফসির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি, যেখানে তার পা থেকে এসেছে এক ডজনের বেশি গোল। ছেত্রীর এই ফর্ম দেখে মার্কেজ মনে করেন, তাকে দলে ফেরানো ছাড়া কোনো উপায় নেই। অবশেষে কোচের অনুরোধে ফেরার সিদ্ধান্ত নেন ছেত্রী।
আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তবে তার আগে, ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা, যেখানে মাঠে দেখা যেতে পারে ছেত্রীকে। ছেত্রীর প্রত্যাবর্তনে ভারতের আক্রমণভাগে নতুন প্রাণ সঞ্চার হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।