মাসব্যাপী গণঅধিকার পরিষদের ইফতার বিতরণ কর্মসূচির পঞ্চম দিনে দলের কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর পানির টাংকির পাশে আল রাজি কমপ্লেক্সের সামনে ইফতার বিতরণ চলছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) গণঅধিকার পরিষদ ঢাকা মহানগরের আয়োজনে এই গণইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদ এদেশের গণমানুষের রাজনীতি করে। নিপীড়িত, নির্যাতিত মানুষের অধিকার নিয়ে গণঅধিকার পরিষদ কাজ করে। প্রতি বছরের মতো এবছরও আমরা গণইফতার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।
তিনি বলেন, কার্যালয়ের আশপাশে অনেক অসহায় মানুষ রয়েছে তারা যেন ভালোমতো ইফতার করতে পারে তার জন্যই আমাদের এই আয়োজন। এই সকল অসহায় মানুষকে সাথে নিয়ে আমরা কার্যালয়ের সামনে প্রতি রমজানেই ইফতার করি।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বলেন, মাসব্যাপী গণঅধিকার পরিষদের ইফতার বিতরণ কর্মসূচি চলছে। গণঅধিকার পরিষদ এর তরুণ নেতৃত্ব অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি দায়িত্ব এবং কর্তব্য পালনে সব সময় ভূমিকা পালন করে থাকে। সেই নিরিখেই এই ইফতার আয়োজন যা ধারাবাহিকভাবে চলছে।