‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারও নেই’

যেখানে যা-ই ঘটুক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অভিযান চালানোর কারও কোনো অধিকার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন।

তিনি বলেন, মব হচ্ছে, এটা অস্বীকার করব না। জনগণকে সচেতন হতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না।

দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, মব প্রতিরোধে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কারও অধিকার নেই অভিযান চালানোর।

মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজান ও ঈদ উদযাপন ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর রাজধানীসহ সারা দেশে ছাত্র-জনতার নাম করে রাজনৈতিক ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বাসায় অভিযান ও তল্লাশির নামে লুটপাট চালানো হয়। এর মধ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনাও ঘটে।

সম্প্রতি রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসায় ছাত্র-জনতার অভিযানের নামে বিশৃঙ্খলা, তছনছ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ ছিল—সেখানে আওয়ামী লীগের কয়েকজন নেতা আত্মগোপন করে আছেন এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অর্থ মজুত রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top