গভীর রাতে এইচটি ইমামের ছেলের বাসায় ছাত্র-জনতার তল্লাশি

অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার তথ্যের ভিত্তিতে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় গভীর রাতে তল্লাশি চালিয়েছে একদল মানুষ।

মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন আহমদ পার্কের পাশের ওই বাসায় তল্লাশি চালানো শুরু হয়।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে শতাধিক মানুষ গুলশান-দুই নম্বরের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কের কাছে জড়ো হন। সেখান থেকে তারা রাত ১২টার দিকে তানভীর ইমামের বাসার সামনে যান। সে সময় লোকজন ওই বাড়িতে ঢুকতে চাইলে নিরাপত্তা কর্মীরা তাতে বাধা দেন। বাধা উপেক্ষা করেই তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর প্রায় আধা ঘণ্টা ধরে পুরো বাড়ি তল্লাশি করেন তারা।

পরে রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের একটি দল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সরে পড়েন সাধারণ মানুষ।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও সাংবাদিকদের কোনো কিছু না জানিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top