আহতদের কী বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় আব্দুল হাফিজ বলেন, ‘আপনারা যে আন্দোলন করেছেন সেটির ফলেই বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা সবাই একটি সুন্দর ও নতুন বাংলাদেশ চেয়েছিলাম। আপনারা সেজন্য আহত হয়েছেন, রক্ত দিয়েছেন। আপনারা যে সংগ্রাম করেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমি নিজে এখানে উপস্থিত হয়ে এই দাবিগুলো গ্রহণ করলাম। যে মন্ত্রণালয় এ দাবিগুলো নিয়ে কাজ করছে, আমি নিজ হাতে তাদের কাছে এগুলো পৌঁছে দেব। আমি আবারও বলছি, আপনাদের ত্যাগ অনস্বীকার্য এবং মূল্য দিয়ে নির্ধারণ করা যাবে না। কিন্তু সরকারের একটি নিয়ম আছে। এখন এটি আমি হাতে নিয়েছি এবং যথাযথ জায়গায় পৌঁছে দেব।’

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, একইসঙ্গে বিষয়টি যেন সুবিবেচনা করা হয় সেটিরও অনুরোধ জানাব। আমি আশা করব, আপনারা এই অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেবেন।

এর আগে, দুপুরে মিছিল নিয়ে আন্দোলনকারীরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে সড়কে অবস্থান নেন। এ সময় তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top