এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচনের আগে সংস্কার নয়। নিরপেক্ষ ও সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের কার্যক্রমে প্রতিনিয়ত আস্থা হারাচ্ছে জনগণ। তারা এখন সংস্কারের বিষয়গুলো নিয়ে সভা সেমিনার করতে পারে তবে বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার।
তিনি আরও বলেন, হিংসা, ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতির চর্চায় দেশ আজ বিভক্ত। কল কারাখানা বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠিলে দিচ্ছে। মানুষের নিরাপত্তা নাই। বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা।
জাপা চেয়ারম্যান হুশিয়ার করে বলেন, মানুষ আন্দোলন করতে শিখেছে।