লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি বাংলাদেশ (লেটসবি)-এর ত্রিবার্ষিক (২০২৫-২৮) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী বাপ্পি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাজেদুল হক মাজেদ। এদের মধ্যে বাপ্পি পেয়েছেন ২৪৩ ভোট এবং মাজেদ পেয়েছেন ৩৪৮ ভোট।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে দিনভর নির্বাচনের পর সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. তকদির আহমেদ এই ফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি মো. আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক (লেদার টেক) শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক (লেদার প্রোডাক্ট) মো. মামুন অর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ ইবনে মোশাররফ মিঠু এবং ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান শিশির।
প্রসঙ্গত, উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ১০ বছর পর শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যাতে মোট ভোটার সংখ্যা ছিল ৫৬৪ জন।