মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি | কালবেলা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (০৯ ফেব্রুয়ারি) মনিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির শাসন জারি করেন। এ নিয়ে ১৯৫১ সাল থেকে এ পর্যন্ত রাজ্যে ১১ বার রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে।

গত প্রায় দুবছর ধরে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। এতে অন্তত দুই শতাধিক মানুষ মারা গেছেন। এছাড়া এ সময়ে শত শত বাড়িঘরে আগুন দেওয়া হয়েছেঅ। এতে সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, গত রোববার বীরেন সিং রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন। সোমবার বিধানসভায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে এমন গুঞ্জনের মধ্যে তিনি পদত্যাগ করেন।

এদিন তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে তলব করা হয়। দিল্লিতে সাক্ষাতের পরিই তিনি পদত্যাগের ঘোষণা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top