৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সনাতনী জোট

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তিসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের অন্যতম প্রতিনিধি প্রদীপ কান্তি দে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চিন্ময় ব্রহ্মচারীসহ সকল বন্দি ও আহত ব্যক্তির সুস্থতা কামনায় দেশব্যাপী প্রতিটি মন্দিরে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালিত হবে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি চিন্ময়সহ প্রত্যেক বন্দির মুক্তি, আট দফা দাবি বাস্তবায়ন এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধের জন্য সারা দেশের মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরে প্রধান উপদেষ্টার কাছে সেই গণস্বাক্ষর জমা দেওয়া হবে। আর ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় একযোগে জাতীয় প্রেস ক্লাবসহ দেশব্যাপী সব প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে গত বছরের ১০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে সংখ্যালঘু নির্যাতনের তথ্য তুলে ধরেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। নিজস্ব তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তারা এ তথ্য তুলে ধরে।

লিখিত বক্তব্যে জোটের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার দাবি করেন, এ সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের আটজন হত্যা ও আত্মহত্যার শিকার হয়েছেন। পারিবারিক নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে ৫টি। মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ১১টি। আর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৫টি। ৪৭টি দোকানে হামলা হয়েছে। জমি দখলের ঘটনা ঘটেছে ৩টি।

সংবাদ সম্মেলনে সনাতনী জাগরণ জোটের উপদেষ্টা প্রফেসর চন্দন সরকার অভিযোগ করে বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায় মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে।

জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, চিন্ময় সন্ন্যাসী প্রসাদ ছাড়া খাবার গ্রহণ করেন না। অথচ তিনি দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। তাদের প্রত্যাশা, চিন্ময় ব্রহ্মচারী দ্রুত জামিনে মুক্তি পাবেন। প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জোটের প্রতিনিধি রাজেশ নাহা, তন্ময় মৌল্লিক, সৌরভ গাঙ্গলী সকাল, সাজেন কৃষ্ণ বল, রাজ ঘোষ, ডা. সৌরভ সরকার প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top