এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ ১২ ফেব্রুয়ারি বুধবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল সকাল ১০টায় নির্বাচন কমিশনে আসেন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব বৈঠকে অংশ নিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল ২০১২ সালের ২ ডিসেম্বর। সে সময় নিবন্ধন বাঁচাতে দলটি গঠনতন্ত্রে সংশোধন এনে জমা দিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top