বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নিয়ে পার্লামেন্টে দেবের প্রশ্ন

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের এমপি এবং টালিউড ফিল্মস্টার দীপক অধিকারী ওরফে দেব। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এ বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএনআইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভার বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্পর্কিত ৪টি প্রশ্ন করেন দেব। আজ কেন্দ্রীয় সরকার এসব প্রশ্নের উত্তর দিয়েছে।

বাংলাদেশের সঙ্গে ভারতের মোট কত কিলোমিটার সীমান্ত রয়েছে তা জানতে চান তৃণমূল কংগ্রেসের এ এমপি। জবাবে কেন্দ্র জানায়, বাংলাদেশের সঙ্গে ভারতের মোট চার হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

কোন কোন রাজ্যে বাংলাদের সঙ্গে ভারতের কত কিলো সীমান্ত রয়েছে তাও জানতে চান তিনি। জবাবে বলা হয়, পশ্চিমবঙ্গের সঙ্গে দুহাজার ২১৬ দশমিক ৭ কিলো, আসামের সঙ্গে ২৬৩ কিলো, মেঘালয়ের সঙ্গে ৪৪৩ কিলো, ত্রিপুরার সঙ্গে ৮৫৬ কিলো এবং মিজোরামের সঙ্গে ৩১৮ কিলো সীমানা রয়েছে।

বাংলাদেশের সঙ্গে ভারতের কত কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই তাও জানতে চান দেব। জবাবে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের ৮৬৪ দশমিক ৪৮২ কিলোমিটার সীমান্তে কোনো বেড়া নেই। এরমধ্যে ১৭৪ দশমিক ৫১৪ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশের সঙ্গে সীমান্তের সর্বত্র কেন কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হচ্ছে না তাও জানতে চান তিনি। জবাবে কেন্দ্র সরকার জানায়, সীমান্তের কিছু এলাকা বেড়াহীন রয়েছে। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। ‍কিছু জায়গায় জলাভূমি আমার কিছু এলাকা ধসপ্রবণ রয়েছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) কিছু জায়গায় বেড়া দিতে দিচ্ছে না।

কেন্দ্র আরও জানিয়েছে, কাঁটাতারের বেড়া বসানো দীর্ঘমেয়াদি কাজ। এক্ষেত্রে আবহাওয়াজনিত প্রতিবন্ধকতাও রয়েছে। এছাড়া জমি অধিগ্রহণের কারণেও সীমান্তে কাঁটাতার বসানো সম্ভব হচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top