গুগল ম্যাপে যুক্ত হলো নতুন উপসাগর

গুগল ম্যাপে যুক্ত হয়েছে নতুন উপসাগর। ম্যাপে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে এখন গালফ অব আমেরিকা দেখানো হচ্ছে।

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে গুগল ম্যাপে এ নাম পরিবর্তন করা হয়েছে। আদেশে তিনি গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা ঘোষণা করেন। গুগল জানিয়েছে, অফিসিয়ালি কোনো নাম পরিবর্তন হলে সেটি তারা তাদের প্ল্যাটফর্মেও আপডেট করা হয়।

সোমবার এক বিবৃতিতে গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন গুগল ম্যাপে গালফ অব আমেরিকা নামটি দেখতে পাবেন। অন্যদিকে মেক্সিকোর ব্যবহারকারীরা গালফ অব মেক্সিকো নামটি দেখবেন। অন্যান্য দেশের ব্যবহারকারীরা উভয় নামই দেখতে পাবেন।

গত মাসে গুগল জানায়, ট্রাম্পের আদেশ অনুযায়ী তারা আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালির নাম পরিবর্তন করে মাউন্ট ম্যাককিনলে করবে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এই শৃঙ্গের নাম ডেনালি করেছিলেন, যা স্থানীয় আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি পদক্ষেপ ছিল। তবে গুগল ম্যাপে এখনো এই পরিবর্তন আনা হয়নি।

ট্রাম্পের একটি নির্বাহী আদেশের ফলে পরিবর্তন দেখা দিয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এই আদেশে বলা হয়, এই পরিবর্তনগুলো আমেরিকান মহানতাকে সম্মান করে। আদেশে ওবামার ম্যাককিনলে নাম পরিবর্তনের সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ম্যাককিনলের জীবন, তার অর্জন এবং তার ত্যাগের প্রতি অপমান বলে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সোমবার একটি নোটিশে জানায়, তারা তাদের ডেটা এবং চার্ট আপডেট করার প্রক্রিয়ায় রয়েছে, যেখানে গালফ অব মেক্সিকোর পরিবর্তে গালফ অব আমেরিকা এবং ডেনালির পরিবর্তে মাউন্ট ম্যাককিনলে দেখানো হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড পাবলিক নোটিশে নতুন নাম গালফ অব আমেরিকা ব্যবহার শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top