কানাডায় গিয়ে নিখোঁজ ২০ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী!

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে বেশ এগিয়ে কানাডা। দেশটিতে উন্নত জীবনের জন্য পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন অনেক ভারতীয়। প্রতি বছর লাখ লাখ ভারতীয় উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি দিয়ে থাকেন। তবে দেশটিতে গিয়ে ‘নিখোঁজ’ রয়েছেন ২০ হাজারের বেশি ভারতীয়।

সোমবার ( ১০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের গত আগস্টের তথ্যমতে, দেশটিতে প্রায় ১০ লাখ ৩৫ হাজার ভারতীয় বিদেশে পড়ার পর ফিরে এসেছেন। এর মধ্যে কানাডাতেই কেবল চার লাখের বেশি। ২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে কানাডায় পড়তে যাওয়া ভারতীয়ের সংখ্যা ২৬০ শতাংশ বেড়েছে।

গত বছরের পরিসংখ্যান অনুসারে, কানাডায় পড়তে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪০ শতাংশ ভারতীয়। আর ২০২৩ সালের পরিসংখ্যনে এ সংখ্যা ৩৭ শতাংশ।

কানাডা ২০২৩ সালে স্টুডেন্ট ভিসা ১০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় আসার পর প্রায় ২০ হাজার ভারতীয় শিক্ষার্থীর কোনো খোঁজ মেলেনি। তারা কোথায় আছে তার কোনো তথ্য কানাডা সরকারের কাছেও নেই।

কানাডার ইমিগ্রেশন নিউজ় জানিয়েছে, ইমিগ্রেশন, রিফিউজ়ি অ্যান্ড সিটিজ়েনশিপ কানাডার (আইআরসিসি) তথ্যমতে, তিন লাখ ৫৯ হাজার ৭৮১ ভারতীয় শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৫৮২ জনের খোঁজ মেলেনি। পড়াশোনার জন্য কানাডায় গিয়ে তারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। এ ছাড়া অনেকে আইআরসিসি-কে না জানিয়েই কলেজ পরিবর্তন করেছেন। অনেকে আবার পড়াশোনার বদলে কাজে যোগ দিয়েছেন।

প্রতিবেদেন বলা হয়েছে, কানাডায় আসা শিক্ষার্থীদের আগে পুরো টিউশন ফি জমা দিতে হয় না। ফলে অনেকে পড়াশোনার নাম করে এসে কাজ করেন। এছাড়া অনেকে আবার আইআরসিসিকে না জানিয়েই কলেজ পরিবর্তন করেছেন। এজন্য কাজ করে একাধিক চক্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top