‘অপারেশন ডেভিল হান্টে’ গায়েবি মামলা দেয়া হচ্ছে: জিএম কাদের

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‘অপারেশন ডেভিল হান্টের’ নামে ঢালাওভাবে বিরোধী মত দমন ও গায়েবি মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার ১০ ফেব্রুয়ারি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, জাতীয় পার্টির ওপর জুলুম-নির্যাতন চলছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। গ্রেফতারকৃতদের জামিন দেয়া হচ্ছে না।

রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top