বাংলাদেশকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছিলেন সাইফুর রহমান: রিজভী

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাংলাদেশকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছিলেন। তিনি দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমুলক ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সাইফুর রহমানের মতো মানুষ যারা দুর্নীতি ভুলে এদেশের তহবিল সংগ্রহ করেছেন।

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ এবং অন্যরা ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top