ব্যালন ডি’অর না পাওয়ার ক্ষোভে রিয়াল ছাড়ছেন ভিনি!

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলছে জোর গুঞ্জন। স্প্যানিশ মিডিয়া ‘স্পোর্ট’ জানাচ্ছে, ব্যালন ডি’অর না পাওয়ার পর থেকেই ভিনিসিয়ুসের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে, যা তার পারফরম্যান্সেও প্রভাব ফেলছে। এমনকি ড্রেসিং রুমেও নাকি তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ।

সম্প্রতি লেগানেসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে লুকা মড্রিচ নাকি ভিনিসিয়ুসের উপর অসন্তুষ্টি প্রকাশ করেন। কারণ, রক্ষণে সাহায্য না করায় মড্রিচকে অতিরিক্ত দায়িত্ব নিতে হয়। ম্যাচ শেষে ভিনিসিয়ুস কোনো সতীর্থের সঙ্গে কথা না বলেই ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে যান।

নভেম্বর ৯-এর পর থেকে লা লিগায় কোনো গোল পাননি ভিনিসিয়ুস। ২০২৫ সালে ৯ ম্যাচ খেলে মাত্র দুইটিতে গোল করেছেন। রিয়াল মাদ্রিদ তার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু করলেও, প্রাথমিক প্রস্তাব নাকচ করে দেন তিনি। ক্লাবের ভিতরে একাংশ মনে করছে, তাকে বিক্রি করাই সবার জন্য মঙ্গলজনক হবে।

এরই মধ্যে একটি নাম প্রকাশ না করা সৌদি ক্লাব নাকি ভিনিসিয়ুসের জন্য ৩০০ মিলিয়ন ইউরো পর্যন্ত অফার দিতে প্রস্তুত এবং পাঁচ বছরের জন্য বছরে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছে। কিলিয়ান এমবাপ্পে এবং রদ্রিগোকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ কি তাহলে ভিনিসিয়ুসকে ছেড়ে দেবে?

সব জল্পনার মধ্যেই ভিনিসিয়ুসকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচেই তার পারফরম্যান্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top