ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। মৃতের নাম পরিণীতা জৈন (২৩)। জানা গেছে, তার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ অংশ নিয়েছিলেন তিনি।
গত শনিবার রাতে ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানে মঞ্চে উঠে নাচার সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন পরিণীতা। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা ও উপস্থিত চিকিৎসকরা তাকে উদ্ধার করে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিণীতা এমবিএ স্নাতক ছিলেন এবং ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ ধরনের ঘটনা মধ্যপ্রদেশে নতুন নয়। আগেও নাচ ও খেলাধুলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর অক্টোবরে ১৫ বছর বয়সী এক কিশোর ক্রিকেট খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এ ছাড়াও, ইন্দোরে এক যোগব্যায়াম অনুষ্ঠানে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি নাচার সময় হার্ট অ্যাটাকে মারা যান। সূত্র: হিন্দুস্তান টাইমস।