ডিএমপির ঊর্ধ্বতন ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক যুগ্ম পুলিশ কমিশনার, এক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১১ জনসহ মোট ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক তিনটি আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে ট্র্যাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চে, গোয়েন্দা মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

বদলি হওয়া এসি হলেন- পল্লবী জোনের পহন চাকমাকে গোয়েন্দা রমনা বিভাগে, মোহাম্মদপুর জোনের মো. তারেক সেকান্দারকে গোয়েন্দা লালবাগ বিভাগে, ডেমরা জোনের এমএম সবুজ রানাকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, শ্যামপুর জোনের আসিফ মাহমুদ গালিবকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দক্ষিণে, মিরপুর জোনের মাহমুদুল হোসাইনকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, গোয়েন্দা রমনা বিভাগের মো. সাজ্জাদুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়াও মো. মিজানুর রহমানকে মিরপুর জোনে, মো. সরাফত উল্লাহকে শ্যামপুর জোনে, মো. জাহিদ হোসেনকে পল্লবী জোনে, মো. নাসিম উদ্দিনকে ডেমরা জোনে এবং একেএম মেহেদী হাসানকে মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top