হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাটে ১৯ হিমাগারের আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা কৃষকদল।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরুল মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস মতিনসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এমনিতেই আলুর দাম কম, তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলা হয়েছে। এতে প্রান্তিক চাষিরা মারাত্মক ক্ষতিতে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top