প্রধান উপদেষ্টার সাথে সোমবার বৈঠকে বসবে বিএনপি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার নিজেদের অবস্থান তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির জানান, সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন বলেও জানান তিনি।

শুক্রবার দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top