নির্বাচক পদ ছেড়ে এখন আবহনীর প্রধান কোচ হান্নান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ প্রায় নয় বছর নির্বাচক হিসেবে কাজ করার পর এবার নতুন দায়িত্বে যোগ দিলেন হান্নান সরকার। জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক প্যানেলে থাকা এই সাবেক ক্রিকেটার এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে তার কোচিং অধ্যায় শুরু হবে। তার সহকারী হিসেবে কাজ করবেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান।

এর আগে বিসিবির চাকরি ছাড়ার সময়ই হান্নান ইঙ্গিত দিয়েছিলেন, তিনি কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করতে চান। তখন তিনি বলেছিলেন, ‘আমি ভবিষ্যতের কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি। কোচিংয়ে গেলে শুধু আমি নই, বাংলাদেশের ক্রিকেটও উপকৃত হবে। তাই মনে হয়েছে, এখনই উপযুক্ত সময়।’

এ সিদ্ধান্ত আকস্মিক নয়, বরং গত কয়েক মাস ধরেই বিসিবির সঙ্গে আলোচনার পর এটি চূড়ান্ত করেছেন তিনি। বিসিবির দায়িত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হান্নান জানান, ‘গত তিন মাস ধরেই এই বিষয়ে বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। এটি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। সামনে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে, এরপর বিসিএল, এইচপি ক্যাম্প কিংবা এসসিএল আসতে পারে। তাই এখনই সঠিক সময় নতুন ভূমিকায় যাওয়ার।’

আবাহনীর মতো বড় দলে কোচিং ক্যারিয়ার শুরু করা নিঃসন্দেহে হান্নানের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, তার নেতৃত্বে দল কতটা সফল হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top