এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির পর জমায়েত লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এতে মোবাশ্বের হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেলযোগে এসে গুলি করে পালিয়ে যায় তারা। ছাত্রদের অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ গুলি ছুড়েছে।
গুলিবিদ্ধ মো. মোবাশ্বের (২৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার কর্মী বলে সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নাবিল।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছিলেন। তখন মোটরসাইকেলে চড়ে আসা দুই যুবক একাধিক গুলি ছুঁড়ে দ্রুত সটকে যান। একটি গুলি মোবাশ্বেরের ডান হাতে এসে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় এলাকাবাসী সঙ্গে সংঘর্ষে ১৫ জন আহত হন। তাদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
আহতদের দাবি, মোজাম্মেলের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।