বগুড়া জেলা ও শহর শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বগুড়া জেলা এবং শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ১০১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা যুবদলের নির্বাহী কমিটির অনুমোদনের কথা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুল ইসলাম সোহেল জানান, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বগুড়া জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন।

ওই একই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, জাতীয়তাবাদী যুবদলের বগুড়া জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট বগুড়া শহর কমিটির অনুমোদন দিয়েছেন। জেলা কমিটির মতো শহর কমিটিরও ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আহসান হাবিব মমিকে সভাপতি এবং আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখা হয়েছে।

গত বছর ৩ সেপ্টেম্বর যুবদলের জেলা ও শহর কমিটি বিলুপ্ত করা হয়। এর ১০ দিনের মাথায় ১৩ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং আবু হাসানকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ২ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। একই দিন আহসান হাবিব মমিকে সভাপতি এবং আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক করে শহর যুবদলেরও ২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আর সেই কমিটি ঘোষণা দেওয়ার পর এই প্রথম এত দ্রুত বগুড়ায় যুবদলের দুটি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top