বিপিএল ফাইনালের পরদিনই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্প

বিপিএল শেষ হতে না হতেই আন্তর্জাতিক মঞ্চের ডাক পাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আগামী ৮ ফেব্রুয়ারি, বিপিএলের ফাইনালের ঠিক পরদিনই শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্প। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য দলকে দ্রুত প্রস্তুত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালে সর্বশেষ অনুষ্ঠিত এই আসরে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল বাংলাদেশ, যা আইসিসির কোনো ইভেন্টে টাইগারদের সেরা সাফল্য। এবারের স্কোয়াড গত মাসেই ঘোষণা করেছে বিসিবি, যেখানে নেই সাকিব আল হাসান ও লিটন দাসের মতো তারকা ক্রিকেটাররা।

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স নিশ্চিত করেছেন, ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মূল অনুশীলন শুরু হবে। তবে তার আগেই, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কিছু ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলনে অংশ নেবেন। দলীয় ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও পর্যবেক্ষণ করবেন কোচ সিমন্স।

এদিকে, ইনডোরে ইতোমধ্যে অনুশীলনে নেমে পড়েছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক। পরিকল্পনা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনুশীলন ক্যাম্প, এরপর ১৩ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে দল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top