আকাশেই ধসে পড়ল যুক্তরাষ্ট্রের হাজার কোটি টাকার যুদ্ধবিমান

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আর্থিক সক্ষমতা, প্রযুক্তি এমনকি সামরিক শক্তিতে দেশটির ধারেকাছে নেই কোনো দেশ। এই দেশটির কাছেই রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির স্টেলথ ফাইটার জেট। এফ-35 সিরিজের এই যুদ্ধবিমানগুলোর সঙ্গে কোনো দেশই লড়াইয়ে যেতে চায় না। তবে এবার অত্যাধুনিক সেই যুদ্ধবিমানই ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের আকাশে।

যুক্তরাষ্ট্রের আলাস্কার ফেয়ারব্যাংকসে ইয়েলসন এয়ারফোর্স ঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে একটি এফ-35 যুদ্ধবিমান। বিমানঘাঁটি কর্তৃপক্ষের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪৯ মিনিটে ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

তবে বিবৃতি অনুযায়ী, পাইলট যথাসময়ে প্যারাসুট খুলে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। পরে ওই পাইলটের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাকে বাসেট আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে পাইলটের পরিচয় নিশ্চিত করা হয়নি।

যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান রাডার প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র ছাড়াও তার ইউরোপীয় মিত্র এবং ইসরায়েলের কাছেও এই এফ-35 যুদ্ধবিমান রয়েছে। ন্যাটোর অন্যতম মুসলিম দেশ তুরস্ক এই যুদ্ধবিমান কিনতে চেয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের তথ্যানুযায়ী, এই যুদ্ধবিমান তৈরির প্রজেক্টেই যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। এক একটি এফ-৩৫ যুদ্ধবিমানের দাম প্রায় ৮ কোটি ডলার বা ৯৭১ কোটি ৪ লাখ টাকার বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top