আয়রন ডোম ও ট্রান্সজেন্ডারসহ ৪ নির্বাহী আদেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আরও চারটি নির্বাহী আদেশ দিয়েছেন। এর মধ্যে অন্যতম ছিল মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে ‘আয়রন ডোম’ নির্মাণ এবং ট্রান্সজেন্ডার মতাদর্শ থেকে সশস্ত্র বাহিনীকে মুক্ত করা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ জানুয়ারি) দক্ষিণ ফ্লোরিডায় ট্রাম্প তার গলফ রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সমাবেশে উপস্থিত হয়ে এসব আদেশের কথা ঘোষণা করেন।

ট্রাম্প বলেন, আমাদের আরও শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা প্রয়োজন এবং কিছুক্ষণের মধ্যে আমি চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করব। এর মধ্যে প্রথম আদেশে তিনি অত্যাধুনিক আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের নির্দেশ দেন।

ট্রাম্প আরও জানান, দ্বিতীয় এবং তৃতীয় আদেশে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো বাতিল করা হবে এবং সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের সম্পূর্ণভাবে দূর করা হবে। চতুর্থ আদেশে তিনি কোভিড-১৯ মহামারির সময়ে বাধ্যতামূলক নিয়মাবলি মানতে অস্বীকৃতি জানানোয় প্রায় ৮ হাজার মার্কিন সেনাসদস্যকে পুনর্বহালের নির্দেশ দেন।

এর আগে, ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে ৪২টি নতুন আদেশে স্বাক্ষর করেন, যার মধ্যে অনেকটি ছিল অভিবাসন ও সামাজিক ইস্যু সম্পর্কিত। তবে, তার সর্বশেষ নির্বাহী আদেশগুলো মূলত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সম্পর্কিত। ট্রাম্প এর আগেও ২০১৭ সালে ট্রান্সজেন্ডারদের সামরিক বাহিনীতে যোগদানে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যা পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করেন।

ট্রাম্প তার ২০২৪ সালের পুনর্নির্বাচনী প্রচারণায় আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের বিষয়ে বারবার কথা বলেছেন, এমনকি তিনি ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও উন্নত ব্যবস্থা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্রের জন্য এই ধরনের ব্যবস্থা কার্যকর নাও হতে পারে, বিশেষত বৃহৎ দেশ এবং উন্নত অস্ত্রধারী প্রতিপক্ষের মুখে।

এ ছাড়া ট্রাম্পের আয়রন ডোম প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করবে কংগ্রেসের অর্থায়নের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top