নবনিযুক্ত দুই প্রেস মিনিস্টারকে এবিসির শুভেচ্ছা

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত দুই প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা ও আকবর হোসেনকে সংবর্ধনা দিয়েছে সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওগুলোর সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকদের প্ল্যাটফর্ম- অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)।

সোমবার (২৭ জানুয়ারি) এবিসি কার্যালয়ে নবনিযুক্ত প্রেস মিনিস্টারদের সংবর্ধনা দেয়া হয়। নবনিযুক্ত প্রেস মিনিস্টারদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবিসির সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকার।

গোলাম মোর্তজা তার বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচারের সময়ে সাংবাদিকরা যে পরিমাণ দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িয়েছেন তা বিগত ৫৩ বছরের সব রেকর্ড ভেঙেছে। আর সামাজিকভাবে সাংবাদিকদের এই বদনাম ঘোচাতে স্বপ্রণোদিত হয়ে সম্পদের বিবরণী জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন আকবর হোসেন। তিনি বলেন, সংবাদ উপস্থাপকদের সংবাদকর্মীর মর্যাদা দেয়া এখন সময়ের দাবি। টেলিভিশন সংবাদকর্মীদের ওয়েজবোর্ডের আওতায় আনার জন্য গণমাধ্যম সংস্কার কমিশনকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে।

আগামী দিনে গণমানুষের কথা না বললে সংবাদ মাধ্যমগুলোর জন্য টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে যাবে বলেও জানান বক্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top