ইসরায়েলি হামলায় গাজার রাজনৈতিক নেতা নিহত

গাজার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালের ওপর ইসরায়েলের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুম এবং একজন ১৬ বছর বয়সী কিশোর বলে জানিয়েছে হামাস ও স্বাস্থ্য কর্তৃপক্ষ।

হামাস এক বিবৃতিতে জানায়, খান ইউনিসের নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরায়েলি হামলায় বারহুম নিহত হন। তারা এই হামলাকে ‘দখলদার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিক অংশ’ বলে অভিহিত করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করেছেন, বারহুমই ছিল এই হামলার মূল লক্ষ্য।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা চালানো হয়েছে, যাতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি কম হয়। তবে একইসঙ্গে তারা হামাসের বিরুদ্ধে হাসপাতালসহ বেসামরিক স্থাপনা ব্যবহার করে হামলার পরিকল্পনার অভিযোগ এনেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখের বেশি মানুষ আহত হয়েছেন। তথ্য: আলজাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top